সেই থেকে মহারাজা বনবাসে

মহারাজ, আপনার ভালোবাসার জাহাজ ডুবেছে যমুনায়
তাজমহলের ছায়াও তাকে রুখতে পারেনি
সে কি কথা ?
এত লোক বল কি করেছে তবে ?
এত প্রতিপত্তি প্রতাপ কি জানেনা ?
তলোয়ারের ক্ষমতা জানা নেই তার ?
হুজুরে আলা, সব সে জানে
তবু ? তবু সে ডুবেছে জলে ?
নিরবে মাথা নাড়ে পাইক-পেয়াদারা
বড় নিঃশ্বাস ফেলেন মহারাজ
আগুন চোখে জানতে চান – কি কি ছিল তাতে ?
হুজুরের প্রিয় বাঈজি ঘুঙুর সুরা সব
চোখ লাল দাঁত কটমট ঘন নিঃশ্বাস মুষ্টিবদ্ধ হাতে রাজার হুংকার
আমার আদেশ– ভালোবাসা ফিরে আসুক- ডেরা পেটাও
যমুনার প্রতি জলকণাকে জানিয়ে দাও । বাতাসকেও ।
হুজুর গোস্তাকি মাফ করবেন,
ভালোবাসা বড়ই বেয়াড়া- কোনো আদেশ মানেনা ।