স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কোন আসামির সাজা হ্রাস করার চিন্তা সরকারের নেই।

বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত টাস্কফোর্সের প্রথম বৈঠক শেষে তিনি একথা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রধানমন্ত্রিত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় আনিসুল হক বলেন, স্বাধীনতার ৪২ বছর পর তারেক রহমানের এ ধরনের কথা শোনার পরে আর কিছু বলার নেই। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের কথা বললে আমাদের হৃদয়ে ‌আঘাত লাগে। আমাদের সবার এর বিরুদ্ধে সোচ্চার হওয়‍া উচিত।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জাতীয় নিরাপত্তার বিষয়। এসব বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কিছুদিন অপেক্ষা করলে এর ফলাফল পাওয়‍া যাবে।

টাস্কফোর্সকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ঘন ঘন বৈঠক হবে এবং আপনারা এর ফলাফল দেখতে পাবেন।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।

(ওএস/এটি/ এপ্রিল ০৯, ২০১৪)