মানিকগঞ্জ প্রতিনিধি : ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে বাস-ট্রাক ও ছোট যানসহ পারের অপেক্ষায় অন্তত সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উভয় ফেরিঘাট সূত্র এ তথ্য জানায়।

পাটুরিয়া ফেরিঘাট নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘাটের জিরো পয়েন্ট থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে বাসের লাইন রয়েছে। এ ঘাটে পারের অপেক্ষায় রয়েছে অন্তত দুই শতাধিক বাস।

তবে বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় পাটুরিয়া ফেরিঘাট ট্রাক টার্মিনালে অন্তত তিন শতাধিক ট্রাক আটকা রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ঘাটে পারের অপেক্ষায় দুই শতাধিক ট্রাকের লাইন রয়েছে। তবে বাসের তেমন জট নেই।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে ৫টি ফেরি।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০১৬)