দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা শাখার আয়োজনে হরিজনদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার পৌর শহরে র‌্যালি শেষে স্থানীয় অডিটরিয়ামে হরিজন নেতা রতন বাঁশফোর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব রম্ভু নাথ বাঁশফোর, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর সহ-সভাপতি অনিন্দ্য দাশ রবি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লব বাঁশফোর, রাজন বাঁশফোর, খোকন বাঁশফোর, চন্দন বাঁশফোর, মহেশ বাঁশফোর, মিলন বাঁশফোর প্রমুখ।

বক্তারা হরিজন সম্প্রদায়ের ভুমি ও গৃহের ব্যাবস্থা করা, হরিজন শিক্ষিত সন্তানদের অফিসার পদে ২% কোটা বাস্তবায়ন, হরিজন সম্প্রদায়ের সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাছাড়া সম্প্রতি নাসিরনগর হিন্দুদের উপর হামলা ও গাইবান্ধায় সাঁওতালদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

(এনএস/এএস/নভেম্বর ১১, ২০১৬)