রাজবাড়ী প্রতিনিধি :দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং পানি সম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বর্ষায় ফেরিঘাটে ব্যাপক ভাঙ্গনের ফলে গত ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি দেখে দ্বিতীয় বারের মত স্থায়ী সমাধানের লক্ষ্যে আজ সকালে ফেরিঘাটে আসেন বর্তমান সকরারের প্রভাবশালী দুই মন্ত্রী। ফেরিঘাটের স্থায়ী কোন সমাধান অথবা স্থানান্তরের ব্যাপারে দুই মন্ত্রী নদী তীরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

পরে দৌলতদিয়া রেষ্ট হাউজে এসে সাংবাদিকদের উদ্যেশে বলেন, আমরা নদী তীরের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি তবে আজ আমরা কোন সিধান্ত আপনাদের জানাতে পারছি না।

বার বার মন্ত্রীদের ফেরিঘাট পরিদর্শনের পরেও ফেরিঘাটে কোন স্থায়ী কোন সমাধান না আসায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় আমিন নামে এক ব্যক্তি বলেন, মন্ত্রীরা বার বার আসলেও আমাদের স্থায়ী একটি সমাধান দরকার। তিনি আরো বলেন, শুধু ফেরিঘাট নয় নদী ভাঙ্গন রোধে সরকারের আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

দুই মন্ত্রীর ফেরিঘাট পরিদর্শনের সময় রাজবাড়ী ১ আসনের সাংসদ আলহাজ কাজী কেরামত আলী এম,পি, জেলা প্রশাসক জিনাত আরা, নবাগত পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




(ডিবি/এস/নভেম্বর ১১, ২০১৬)