স্টাফ রিপোর্টার : শুক্রবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এই লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০১২ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ২১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত কোন লভ্যাংশ দেয়নি এই কোম্পানি।

কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসেবে শেয়ার লেনদেন করে।

(ওএস/এটিআর/জুন ১৩, ২০১৪)