চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর থানা পুলিশের আয়োজনে রবিবার সকাল ১১ টায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. একরামুল হক সরকার স্বাগত বক্তব্য দেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। সভাটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম।

বক্তব্য দেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব এলাহী বিশু, পৌর আ’লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, সন্তোষ মালাকার, জয়দেব কুন্ডু, দৈনিক আমাদর বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, সন্তোষ মালাকার, জয়দেব কুন্ডু, দীলিপ বক্ষ্মচারী, শ্যামল কুমার রায়, গোপাল চন্দ্র, রবীন্দ্রনাথ সরকার, বিরেন্দ্র নাথ, রনজিৎ দে, দিলীপ আচার্য, সুরেশ চন্দ্র হলদার প্রমুখ।

চাটমোহর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সুধিজন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।







(এসএইচএম/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )