স্টাফ রিপোর্টার : গণবিস্ফোরণ ঘটার আগেই সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মত জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। তাই গণবিস্ফোরন ঘটার আগেই সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সোমবার সকালে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

অায়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৬)