রাজবাড়ী প্রতিনিধি : সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (IMFC) প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। ৩৩ টি ক্লাস শেষে ২৫জন কৃষক-র্কষাণীকে প্রশিক্ষন শেষে আজাকের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

হাতিমোহনের বিলেন কোলঘেষে ছাড়া-শিতল পরিবেশে শুনিল দর্শন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কৃষি কর্তকর্তা নই আমি আপনাদের একজন সহকর্মী মাত্র। আপনাদের পাশে থাকতে চাই সব সময়।

তিনি আরো বলেন, আপনারা এই ক্লাসের মাধ্যমে যেটুক শিখলেন বাস্তব জীবনে সেটা কাজে লাগাবেন। সমাপনী এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তাইজুল ইসলাম, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সুব্রত কুমার সরকার।

২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে পরীক্ষা স্বরূপ এক কুইজের আয়োজন করেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় কৃষি জমি ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন। মাঠ পরিদর্শনের সময় তিনি আবাদী জমিতে কম কীটনাশক ব্যবহারের পরামর্শ প্রদান করেন।

(ডিবিডি/এএস/নভেম্বর ১৪, ২০১৬)