ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। যারাই হামলার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখানকার জনগণ যাতে নিজেদের অনিরাপদ মনে না করেন সেই ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এ হামলা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের হামলার ঘটনা দেশের আর কোথাও না ঘটে সেদিকে সবার নজর দেয়া উচিত।

এসময় শত নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব কবি আব্দুল হাই শিকদার, কেন্দ্রীয় সদস্য প্রফেসর ড. ইউসুফ হায়দার চৌধুরী, উত্তম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৬)