ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি :ঈশ্বরদীতে তথ্য অধিকার ২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তথ্য কমিশনের তথ্য কামশনার নেপাল চন্দ্র সরকার।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার। আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সহকারি পরিচালক এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার।

প্রশিক্ষণে ঈশ্বরদী বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। তথ্য অধিকার জনগণের এই মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত। এজন্য তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথ সুগম করতে কমিশন মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে।।



(এসকেকে/এস/নভেম্বর ১৫ ,২০১৬ )