মশিউর রহমান কাউসার : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। এ দিবসের কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পিঠা মেলা, আলোচনা সভা, প্রতীকী ধান কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ১১টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ফকির, আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফৌজিয়া বেগম, নির্বাচন কর্মকর্তা একেএম মূসা, খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক আব্দুল হাই, সরকার শুদ্ধ সংগীত নিকেতনের পরিচালক আব্দুল মালেক, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান প্রমুখ। পরে গৌরীপুর পৌরসভার ঘোষপাড়ায় কৃষক হারুন অর রশিদের ধান ক্ষেতে প্রতীকী ধান কাটেন উপজেলা চেযারম্যান, ইউএনও, কৃষি অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

(এমআরকে/এএস/নভেম্বর ১৫, ২০১৬)