রাজশাহী প্রতিনিধি : লিফট ছিঁড়ে পড়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ১৭ জন ছাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় কলেজটির হাসপাতাল ভবনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী। তাদের ওই হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ক্লাস ছিল। এর কয়েক মিনিট আগে নিচতলা থেকে কমপক্ষে ২০ জন ছাত্রী একত্রে লিফটে ওঠেন। আড়াইতলা ওঠার পর লিফটি ছিঁড়ে পড়ে। এতে অন্তত ১৭ জন ছাত্রী আহত হন।

তিনি জানান, লিফটের ধারণক্ষমতা মাত্র আটজন। কিন্তু সেখানে ১৭ জন শিক্ষার্থী হুড়োহুড়ি করে উঠেছিলেন। এতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কারও পা মচকে গেছে, কেউ হাতে-পায়ে ব্যথা পেয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০১৬)