মদন (নেত্রকোণা) প্রতিনিধি : গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ ৩দিনের প্রশিক্ষণ কর্মসূচী মঙ্গলবার মদন উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বিডব্লিউসিসিআই এর যৌথ উদ্যোগে বিআরডিবি হল রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ।

প্রশিক্ষণ কর্মসূচীতে মদন উপজেলা ৩০জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র ট্রেইনার বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ মিজানুর রহমান খান, বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধি শেখ শিল্পী আক্তার বেবী, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার, লিপা আক্তার, শিরিন প্রমুখ।

(এএমএ/এএস/নভেম্বর ১৫, ২০১৬)