আল ফয়সাল বিকাশ, বান্দরবান : বান্দরবানে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আলোচনা সভা, পিঠা উৎসব, যেমন খুশি তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক’র সভাপতিত্বে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। এতে অন্যান্যের মধ্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হারুনর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার ইয়াছিন আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক বলেন, নবান্ন উৎসব বাঙ্গালী সংস্কৃতির একটি অঙ্গ। শীতের শুরুতে নতুন ধানের চাল দিয়ে নানা ধরনের পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে। আগামী প্রজন্মকে নবান্ন উৎসব সম্পর্কে ধারনা দিতে হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নবান্ন উৎসবে নতুন ধানের চাল দিয়ে তৈরী করা কয়েক ধরনের পিঠা, পাহাড়ী বাঙ্গালী সম্প্রদায়ের শিশু শিল্পীরা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

(এএফবি/এএস/নভেম্বর ১৫, ২০১৬)