সিলেট প্রতিনিধি :সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের আসনের নিচে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বিমানের দুইটি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্বর্ণের এই চালানের সঙ্গে কে বা কারা জড়িত তা কাস্টমস কর্তৃপক্ষ ও পুলিশ খতিয়ে দেখছে।


(ওএস/এস/নভেম্বর ১৬, ২০১৬)