শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলা পুলিশ আয়োজিত ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টূর্ণামেন্টে ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন ও শেরপুর জেলা দল রানারআপ হয়েছে। ১৫ নবেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ দল সরাসরি ২-০ গেমে (২৫-১৮, ২৫-২১)শেরপুর জেলা পুলিশ দলকে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। ময়মনসিংহ জেলা দলের তারিক হোসেন ফাইনালের সেরা এবং একই দলের নাবিউল হোসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান ও সালাহউদ্দিন শিকদার, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সুপার পত্নী বিবি হাওয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবনী, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনসহ ৫ থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ টূর্ণামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা পুলিশ দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করে।

এদিকে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম দুপুরে শহরের খরমপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইনস একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করেন । এসময় একাডেমীর প্রতিষ্ঠাতা পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পুলিশ সুপার পতœী বিবি হাওয়া, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার লাবনী খন্দকারসহ ৫ থানা ও ডিবি’র ওসিরা উপস্থিত ছিলেন।


(এইচবি/এস/নভেম্বর ১৬, ২০১৬)