মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নবান্ন উৎসব-১৪২৩ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও সদর উপজেলা পরিষদের আয়োজনে নবান্ন উৎসব পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদ মান্নাফ কবীর, (শিক্ষা) শেখ ফরিদ উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ।

সহকারি কমিশনার (ভুমি) শুভ্রা দাসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রফিকুর রশিদ, দৈনিক মেহেরপুরের সম্পাদক রশিদ হাসান খান আলো প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেখানে গ্রাম-গঞ্জের বানানো বিভিন্ন ধরণের পিঠা-পুলি খাওয়ার আয়োজন করা হয়। সবশেষে সেখানে জেলা শিল্পকলা আয়োজিত সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা সংগীত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।






(এমআইএম/এস/নভেম্বর ১৬, ২০১৬)