শফিকুল ইসলাম মিন্টু:ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে হাতেম আলী সড়কস্থ স্বজন মিডিয়া সেন্টারে সন্ধ্যায় ‘কবিতায় স্বপ্ন ও কবিতা জীবন’ শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন স্বনামখ্যাত কবি সোহরাব পাশা। তিনি নবীন লেখকদের উদ্দেশ্য করে বলেন, লেখতে হলে পড়তে হবে, পড়ার বিকল্প নেই।

এ প্রসঙ্গে তখন তিনি বই পড়া নিয়ে বিশিষ্ট লেখকদের উদ্ধৃতি তুলে ধরেন। আড্ডাটি অতিক্রম করতে থাকে কবিতা, গল্প আর গানের সুরেসুরে। পরতেপরতে ছিলো মূখ্য আলোচকের বিশ্লেষণ। উৎসবমুখর প্রাণের মনোমুগ্ধকর আড্ডা মধ্যরাত অতিক্রম করে। চাঁদের আলোয় এ যেন সুপারমুন আড্ডায় পরিণত হয়।

অন্য রকম আনন্দোময়ের এই আড্ডায় অংশ নেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা প্রাবন্ধিক রণজিৎ কর, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, গৌরীপুর লেখক সংঘের সভাপতি আজম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, লেখক কবি হান্নান কল্লোল, উদীচী গৌরীপুর শাখার সহসভাপতি পলাশ মাজহাব, চাঁদের হাট অগ্রদূত শাখার সংগীত শিক্ষক আমিরুল মোমেনীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসার, পৌর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক কবি সেলিম আল রাজ, দৈনিক বাংলার নেত্র’র গৌরীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন শরীফ, স্বজন মোঃ মিলন মিয়া, শামছুজ্জামান আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।

কবি সোহরাব পাশা’র অনির্ধারিত আগমনে তাৎক্ষণিকভাবেই আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসাবে যুগান্তর স্বজন সমাবেশ প্রকাশিত রাজার নীতিরাজনীতি বইটি তুলে দেন গ্রন্থের লেখক আজম জহিরুল ইসলাম, ‘গৌরীপুরের ইতিহাস ও ঐতিহ্য’ বইটি তুলে দেন গ্রন্থের লেখক স্বজন উপদেষ্টা রণজিৎ কর। গৌরীপুর লেখক সংঘের সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহেল অতিথি’র হাতে তুলে দেন সাহিত্য ম্যাগাজিন ‘দীপ্তি’।







(এসআইএম/এস/নভেম্বর ১৭, ২০১৬)