গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায়  ৫ শতাধিক ব্যাক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে মামলাটি করেন উপজেলার রামপুরা গ্রামের সমেস্বর মুরমুর ছেলে স্বপন মুরমু।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন-মামলা দায়েয়ের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার চক রহিমাপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মানিক সরকার(২৬), তরফকামাল গ্রামের ওয়াহেদ বাবুর ছেলে চয়ন মিয়া(২০), চক রহিমাপুর গ্রামের হাসেন আলীর ছেলে বাচ্চা মিয়া(৫০), সাহেবগঞ্জ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ(২৬), ও সাহেবগঞ্জ গ্রামের মৃত আছালত জামানের ছেলে শাহ নেওয়াজ(৩৮)।

উল্লেখ্য, গত ৬ নবেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সাঁওতাল-পুলিশ সংঘর্ষে ২ সাঁওতাল নিহত সহ প্রায় ৩০ জন আহত হয়।

(এসআরডি/এস/নভেম্বর ১৭, ২০১৬)