দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :জেলার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্টির কালচারাল একাডেমি‘র আয়োজনে জিবিসি বড় সভার মাঠে একদিন ব্যাপি ১০০ ড্রামস ওয়ানগালা-২০১৬ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।

এ অনুষ্ঠানের মূল সূর ‘‘দক্কে দাম্মে খুশি অংঙে আনসেং আৎনা আসংখো’’ বাংলা হচ্ছে -‘‘সুরে ছন্দে আলোকিত ক্ষুদ্র নৃ-গোষ্টি’’। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নেত্রকোনা জেলা প্রশাসক ও সভাপতি ,নির্বাহী পরিষদ ,ক্ষুদ্র নৃ-গোষ্টির কালচারাল একাডেমি‘র ড. মোঃ মুশফিকুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধক সংসদ সদস্য (ময়মনসিংহ -১ আসন) জুয়েল আরেং। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। স্বাগত ভাষণ দিবেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্টির কালচারাল একাডেমি‘র পরিচালক শুভ্র চিরান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্সিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, টিডাব্লিউ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ভদ্র ম্রং, হাজং নৃ-গোষ্টির গবেষক ও সমাজ সেবক খগেন্দ্র হাজং, বাংলাদেশ আদিবাসী ফোরামের সেক্রেটারী জেনারেল সঞ্জিব দ্রং, গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন সভাপতি তনয়ানন্দ রেমা।

আলোচনা সভা শেষে গারো কালচারাল একাডেমি‘র পরিচালনায় ‘রুগালা ও সাসাৎ সওয়া’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।







(এনএস/এস/নভেম্বর ১৭, ২০১৬)