চাটমোহর(পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হাসুপুরে বৃহস্পতিবার ব্যাটারী চালিত অটোভ্যানের ধাক্কায় জিহাদ নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা অটোভ্যানসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। শিশু জিহাদ উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাঁসুপুর ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল-মান্নাননগর সড়কের পাশে সকাল সাড়ে ১১টার দিকে জিহাদ খেলা করছিলো। এ সময় দ্রুত গতির একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় এলাকাবাসী অটোভ্যান চালক উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের শহর প্রাং-এর ছেলে শাহীন ইসলামকে ভ্যানসহ আটক করে পুলিশে দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক সরকার জানান, ঘটনাটি জেনেছি। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



চাটমোহরে তথ্য অধিকার আইন-২০০৯ আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী

পাবনার চাটমোহরে “তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী” বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনার ও সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার।

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা।

প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন, ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুফিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মির্জা আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মো. শামসুজ্জামান, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার দেবনাথ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা. মো. আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল মালেক, সমবায় কর্মকর্তা মাহাবুব রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রহমান রানা, খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা ডিগ্রী অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আটলংকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সদর আলী, এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো. হাবিবুল্লাহ, আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস ছালাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আনোয়ারা বেগম, সেন্ট রীটাস্ হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার মনিকা রিবেরু, প্রধান শিক্ষক আলতাব হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) রজমান আলী, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাব সম্পাদক সঞ্জিক সাহা কিংশুক, এলডিও’র নুরে আলম মঞ্জুু ইউপি সচিব আব্দুল আলিম, রফিকুল ইসলামসহ অন্যান্য ইউপি সচিবগণ প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া বিভিন্ন অফিস প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, ইউপি সচিবসহ মোট ৬০ জন প্রশিক্ষণে অংশ নেন। সকাল সাড়ে ৯ টা থেকে প্রশিক্ষণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তথ্য কমিশনার ও সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার।

(এসএইচএম/এএস/নভেম্বর ১৭, ২০১৬)