ফেনী প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুরে ডাকাতিকালে র‌্যাবের সঙ্গে `বন্ধকযুদ্ধে`  দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কয়াডন লিডার সেফায়েত জামিল ফাহিম জানান, র‌্যাবের নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের লালপুরে অবস্থান কালে সংঘবদ্ধ ডাকাত দল র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই দুই ডাকাত সদস্য আহত হন। এসময় ডাকাত দলের অন্যরা সদস্যরা পালিয়ে যান।

পরে গুরুতর আহত দুই ডাকাতকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ২টি সাটারগান,৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০১৬)