স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর প্রবেশদ্বার উত্তরার আব্দুল্লাহপুর ও দৌড় চেকপোস্টে শুক্রবার দিবাগত রাতে আটটি গাড়ি থেকে ফরমালিনযুক্ত ফল জব্দ করা হয়েছে।

রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত আব্দুল্লাহপুরে ৩০টি ফলের গাড়ির মধ্যে ৩টি গাড়িতে ফরমালিনযুক্ত ফল এবং দৌড়ে ৩৬টি গাড়ির মধ্যে ৫টি গাড়িতে ফরমালিনযুক্ত ফল পাওয়া যায়।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফলের গাড়ির সংখ্যা কমে যায়। রাতের প্রথম দিকে ফলের গাড়ির কিছুটা চাপ থাকলেও পরে আর তা থাকেনি।

উত্তরার দুইটি ফরমালিন চেকপোস্টের মধ্যে আব্দুল্লাহপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহিম এবং দৌড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল আরিফ রাত ১২টা পর্যন্ত চেকপোস্টে উপস্থিত ছিলেন। পরবর্তী সময় পুলিশের নিজ দায়িত্বে চেকপোস্ট পরিচালনা করা হয় ।

আব্দুল্লাহপুরের সিনিয়র হাফিজুর রহমান জানান, ফলের ফরমালিন অভিযানে একজনকে বিনাশ্রম কারাদণ্ড, একজনকে ৩০ হাজার টাকা নগদ অর্থদণ্ড এবং ৩টি ফরমালিনযুক্ত ফলের গাড়ির সব ফল ধ্বংস করা হয়েছে ।

তুরাগ থানাধীন দৌড় চেকপোস্টের সহকারী পুলিশ কমিশনার গোবিন্দ জানান, ৩৬টি ফলের গাড়ির মধ্যে ৫টি গাড়িতে ফরমালিন থাকায় মোট ২৫০ মণ আম ধ্বংস করা হয়েছে ।

ফরমালিন চেকপোস্টের কারণে সাধারণ জনগণ ও ফল ব্যবসায়ীরা সচেতন হওয়ার কারণে ফলের গাড়ির সংখ্যা তুলনামুলক অনেক কমে এসেছে বলে জানান তিনি ।

(ওএস/অ/জুন ১৪, ২০১৪)