চাঁদের আলিঙ্গন

যেদিকেই পা বাড়াই মাথার উপর মেঘ
কোথায় তুমি, কোন বাঁশ বাগানে?

তোমার আমার আলিঙ্গনে
হে চাঁদ,
ফুটে উঠুক অন্তত একটি গোলাপ
মরুভূমিতে নিস্তব্ধ প্রদীপ উঠুক জ্বলে

কোথায় গেলে পাব যমুনার জল
চারদিকে যে বিমর্ষ সন্ধ্যা

কোথায় তুমি হে চাঁদ
পূব না পশ্চিম-
কোন বাঁশ বাগানের মাথার উপর?