গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন,স্থানীয় আওয়ামীলীগের নেতৃত্বেই প্রশাসন সাঁওতালদের উপর হামলা ও গুলি চালিয়ে হত্যা করেছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, লুটপাট করে তাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা এর বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে ৯ সদস্যের বিএনপি’র প্রতিনিধি দল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতাল পল্লী পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি আনিসুজ্জামান খান বাবু, বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, সদস্য শুশিল বড়–য়া, জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক,সহ-সভাপতি ডঃ অঞ্জন কুমার চিদাম. এ্যাড. নরেন্দ্র টুডু, মহাসচিব অধ্যাপক মার্সেল চিরাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শশধর দ্রং , উপদেষ্টা এ্যাড. মাইকেল বি মালো।

এ সময় আরও ছিলে গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, গাইবান্ধা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, থানা বিএনপি’র সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আলতাব হোসেন পাতা , থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান চৌধুরী ডিউক সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ৯টায় গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতাল পল্লীতে পৌছে ক্ষতিগ্রস্থ সাঁওতালদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন । এরপর গীর্জার সামনে সাঁওতালদের সমাবেশে বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ আরও বলেন বিএনপি গোবিন্দগঞ্জের এ ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং ক্ষমতায় গেলে এ রকম ঘটনা আইনের আওতায় এনে যথাযথ বিচার করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করবে।
শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ সাঁওতালদের মাঝে ২শ’ শাড়ি লুঙ্গি বিতরণ করেন।



(এসআইডি/এস/নভেম্বর ১৮, ২০১৬)