গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় জন সাধারণের চলাচলের জন্য বুড়া গৌরাঙ্গ নদীর উপরে বদনাতলী টু চরকাজল ফেরী সার্ভিস চালুর উদ্দেশে শুক্রবার সকাল সাড়ে দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান খান ফেরী ঘাট স্থান পরিদর্শন করেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বদনাতলী চরশিবা, চরকাজল এ তিনটি পথ সভায় মন্ত্রী  প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৌরমঞ্চে হাজী মু. শাহজাহান মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মন্ত্রী বলেন, পায়রা সমুদ্র বন্দর হওয়ায় দক্ষিনাঞ্চল হবে উন্নয়নের মডেল । আপনাদের উক্ত এলাকায় শীঘ্রই ফেরী সার্ভিস চালু করা হবে । আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে জঙ্গীবাদ উৎখাত করতে হবে। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। এছাড়া, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান শওকত, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, গলাাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মহোদয়ের বিশেষ সহকারী এ্যাড. সঞ্জয় কুমার দাস প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০১৬)