কৃষ্ণচূড়ার শুভেচ্ছা

তুমি এলে, বৈশাখেরই পরশে
জীবনের রাঙ্গানো পথে, পথে
সুভাষ ছড়ায় বাতাসে-
কোন পবনে গানে, গানে
তোমার, পরশ ছড়ায় প্রাণে প্রাণে।

মোর হৃদয়ঙ্গনে এসো, এসো হাসি উল্লাসে।
পবনে, গগনে ধায়, পাখনা মেলে পাখি,
তোমার হাসি মুক্তা ছড়ায়
আমি অবাক চেয়ে দেখি।

তুমি ছিলে, মাটির প্রদীপের মত
শান্ত আলোয় আধাঁর রাতে
শক্তি-সাহশ যোগাতে।
কখন, কবে, কি কথা হল,
কি হাসি হাসিলে প্রকাশে
নয়নে তোমার সুরের আভা
পদ্ম চাপা দোলাতে।
ভুলিব কেমনে তোমারে আজ রয়েছো হৃদয় জুড়ে
গেলে চলে মোদের ফেলে অনেক দূরে বহু দূরে।
পাখিরা গাখ গায় শাখে বসে মধুর সুরে
ক্লান্তিহীন পড়ন্ত বিকেলে।
মনে পরে বারে বারে,অশ্রু সিক্ত নয়নে,
দেখী অবারিত নীলাকাশে চেয়ে।
তখনো পরে মনে ছিলে কাছে
চলে গেছো দূরে তবু মনে পড়ে।