গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে শুক্রবার পাখি বিক্রির হাটে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে দেশি-বিদেশী ২শতাধিক পাখি জব্দ করে। এ সময় পাখি শিকারীরা পালিয়ে যায়। এর আগে এই বাজারে পাখি বিক্রির বিষয় নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বন্যপাখি শিকার করে বিক্রি করার বিষয় সংবাদ প্রকাশের পর ঢাকা বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা এই অভিযান চালান।

ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বন সংরক্ষক ও নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক অসিদ রঞ্জন পালের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

২৭জন পাখি শিকারীর নিকট থেকে ২০৫টি পাখি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কানিবক ৬৫টি, নিশিবক ৫টি, গোবক ২৫টি, পানকৌড়ি ৭টি, পাতিসরালি ৪টি, কাঁদাকোচা ৪৫টি, পাতিবাটানো ২০টি, বালিহাঁস ২টি, কালিম ৪টি, সোনাদিরিয়া ২৮টি। অভিযানে নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা আব্দুল্লাহ আস সাদিক, স্বেচ্ছাসেবী গোবিন্দ বণিক, ইকবাল হাসান আজাদ লিটন অংশ গ্রহণ করেন। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

(এসআইএম/এএস/নভেম্বর ১৮, ২০১৬)