স্টাফ রিপোর্টার :বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সত্, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।’

শুক্রবার বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।

খালেদা জিয়া বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সষ্ঠু নির্বাচন জনগণ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং তার ফলাফল কেউ বদলে দিতে পারবে না। আর এ জন‌্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই বলে তিনি মন্তব‌্য করেন।



(ওএস/এস/নভেম্বর ১৯, ২০১৬)