মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া নামক স্থানে শনিবার ভোর সারে ৪ টার দিকে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ আছে ৮ জন। এই ঘটনায় আহত হয়েছে ২০ জন।

স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির পান্তাপাড়া নামকস্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় সাঁতরে ২০ জন যাত্রী পারে উঠে।

ঘটনার খবর পেয়ে সকাল সারে ৭টার দিকে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরদল ঘটনাস্থলের পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ডুবুরিরদল বরগুনা জেলার ফুলঝরি গ্রামের স্কুল শিক্ষক কামাল হোসেন (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করে। পরে আরও একজন পুরুষের (৩০) লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা ২০ জনকে জীবিত উদ্ধার করে। বাসটি পানির নিচে শনাক্ত করা হলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে এখনও নিখোঁজ আছে ৮ জন।

এদিকে ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান সকালে একটু ব্যাহত হয়েছে। তবে, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসায় উদ্ধার অভিযান শুরু চলছে।





(এএসএ/এস/নভেম্বর ১৯, ২০১৬)