বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজ সরকারি করণের তালিকায় অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে কলেজের শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপাধ্যাক্ষ এল জাকির হোসেন, সহকারী অধ্যাপক, সিতাংশু কুমার সমাজপতি, প্রভাসক শিউলি রানী মজুমদার, মো. মনিরুজ্জামান, সাহানাজ পারভীন, সেখ হেকমত আলী, ঝুননুন নাহার, মো আব্রাহাম আলী প্রমুখ।

বক্তারা বলেন, মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজটি সরকারি করণের সকল প্রকার শর্ত পুরণের পরও কলেজটি তালিকা থেকে বাদ পড়ায় আমরা বিষ্মিত। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই কলেজটি দ্রুত সরকারি করণের দাবি জানাই।









(এসএকে/এস/নভেম্বর ২০, ২০১৬)