নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নিয়েছেন। তবে আইভীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই সঙ্গে ওয়ার্কার্স পার্টি থেকে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঈসমাইল, এলডিপি থেকে কামাল প্রধান ও বিএনপির পক্ষে সুলতান মাহাবুব এবং কল্যাণ পার্টির পক্ষ থেকে রাশেদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রবিবার বেলা ২টায় নির্বাচন কমিশন অফিস থেকে আইভীসহ এ পাঁচজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছে কমিশন সূত্র।

এদিকে গত দুদিন ব্যাংক বন্ধ থাকায় শুক্র ও শনিবার সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। তবে রবিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রায় ৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুদিন ব্যাংক বন্ধ থাকায় সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি।

রবিবার সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। রোববার বিকেল ৩টা পর্যন্ত মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীসহ পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর কাউন্সিলর পদে প্রায় ৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভী এখনো বর্তমান মেয়র পদ থেকে পদত্যাগ করেননি। তবে আবার নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখের আগেই তাকে পদত্যাগ করতে হবে।

দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ভোট গ্রহণ ২২ ডিসেম্বর।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০১৬)