কী বিপদে পড়ছি রে ভাই

কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি
গিন্নি বলেন বাজার নেই
কাব্য লেখা ধরছি!
শনি রবি দুদিন ছুটি
দৌড়ে আমি মরছি!
কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি !


কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি
প্রকাশকের ভীষণ তাড়া
সংশোধন কী করছি!
হাতের কাজ হাতেই থাকে
একটু কী আর নড়ছি!
কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি!

কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি
ইমেইলে যেই ফাইল পাঠালাম
ভূতের গাড়ি চড়ছি!
ফাইলটা কোথায় গায়েব হল
নেটের হাতে মরছি!
কী বিপদে পড়ছি রে ভাই
কী বিপদে পড়ছি!