নারায়ণগঞ্জ প্রতিনিধি : শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের চুলা চুরি হওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মতিউর রহমান (৪৫), আমেনা বেগম (৪৪), নয়ন মিয়া (২০), সুনাই মিয়া (৩৩), নোমান মিয়াকে (২২) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুবেরগাঁও এলাকার প্রায় শতাধিক পরিবার অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়েছেন। শুক্রবার রাতে ওই এলাকার অবৈধ ভাবে নেওয়া মতিউর রহমানের গ্যাসের চুলা চুরি হয়।

শনিবার সকালে চুরি হওয়া গ্যাসের চুলা নিয়ে একই বাড়ির মানিক মিয়া ও মাছুম মিয়ার সঙ্গে মতিউর রহমানের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মানিক মিয়া ও মাছুম মিয়ার লোকজন মতিউর রহমানের পরিবারের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/অ/জুন ১৪, ২০১৪)