ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর,ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ।
হয়।
পরে কেকে কেটে দুর্নীতি দমন কমিশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা


ত্রিশাল ভেজাল খাদ্য ও বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

ময়মনসিংহের ত্রিশালে খাদ্যে ভেজাল ও বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে এক মত বিনিময় সভা দুপুরে ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজ মিলনাতনে অনুষ্ঠিত হয়েছে।

ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আমরা হাতে গুনা কয়েকজন ময়মনসিংহবাসীর সহযোগীতায় ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালেরকন্ঠ পত্রিকার ময়মনসিংহ বুরো প্রধান নিয়ামুল কবীর সজল, ত্রিশাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম শামীম প্রমুখ।


(এমএন/এস/নভেম্বর ২১, ২০১৬)