হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের জের ধরে হরিপুরে সোমবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে লাঠি-সোডা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় ৫জন আহত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান সরকার জানিয়েছে।

ধাওয়া-পালটার সময় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে থাকা হরিপুর থানার ডিআইবি আব্দুস সাত্তারেরসহ ৫টি মোটরসাইকেলও ভংচুর করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান সরকার বলেন, সোমবার বিকালে ভাতুরিয়া ইউনিয়নের নতুন ভবন কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে দলীয় অফিসের একটু দুরে রবিবার একটি মঞ্চ তৈরি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছিল স্থানীয় এমপি দবিরুল ইসলামের। কিন্তু হঠ্যাৎ করে রবিবার রাত সাড়ে আটটা-সাড়ে আটটার দিকে কিছু স্থানীয় ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের লোকজন সেই মঞ্চ ভাংচুর করে ফেলে। বিষয়টি এমপি সাহেব জানার পর সোমবারের ভবন উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেন।

সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের অপরপক্ষের নেতাকর্মী এর প্রতিবাদ করলে আবারো ঐ ভাংচুরকারীদের সাথে ধাওয়া-পালটার ঘটনা ঘটে। এ সময় ৫জন আহত হয় এবং থানার ডিআইবি আব্দুস সাত্তারেরসহ ৫টি মোটরসাইকেলও ভংচুর করার ঘটনা ঘটে। সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আর অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(কেআইকে/এএস/নভেম্বর ২১, ২০১৬)