স্টাফ রিপোর্টার : পুরান ঢাকাকে মালয়েশিয়া বানানোর প্রত্যয় ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আমি আপনার জন্য সব করবো। বিনিমিয়ে কিছুই চাই না। শুধু একটি করে ভোট দিন।

সোমবার পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, আমি এই গেন্ডারিয়া-ধূপখোলায় এমন কিছু করতে চাই, যেন ছেলে-মেয়েরা বাবা-মায়ের হাত ধরে ঢাকা থেকে পুরান ঢাকা দেখতে আসে। এই এলাকাকে আমি বাংলাদেশের মালেয়শিয়ায় পরিণত করবো, আমি আপনাদের জন্য সব করবো। বিনিময়ে কিছুই চাই না, শুধু একটা করে ভোট চাই। এটা আমার দাবি।

মানুষের মাঝে স্বচ্ছ্লতা নিয়ে আসার বিষয়ে মেয়র বলেন, উন্নয়ন হলে মানুষের বিভিন্ন কাজের সুযোগ হবে, যার ফলে মানুষের মাঝে স্বচ্ছলতা চলে আসবে, একটা দরিদ্র লোক এই এলাকায় থাকবে না আমি রাখবো না।

তিনি বলেন, আগামী স্বাধীনতা দিবসে গেন্ডারিয়াতে এলইডি লাইট জ্বলবে, যদি একটু সূঁচও হারিয়ে যায়, সেটাও খুঁজে পাবেন, যদি না পান, আমাকে অভিযোগ করবেন।

এর আগে ‘মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের’ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের এ সর্বোচ্চ অধিকর্তা।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্পোরেশনের বিভিন্ন এলাকার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০১৬)