আন্তর্জাতিক ডেস্ক :অবরোধের মধ্যে থাকা সিরীয় মানুষের সংখ্যা গত ছয় মাসে প্রায় দ্বিগুণ বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ বলছে, এই মানুষদের একটি বিশাল অংশ সরকারী বাহিনীর দ্বারা অবরুদ্ধ যারা খাদ্য পাচ্ছে না, তাদের ওপর বোমা হামলা চলছে এবং চিকিৎসার কোন সুযোগও পাচ্ছে না।

জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান স্টিফেন ও ব্রায়ান বলছেন, বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে এবং মানবিক সাহায্য পৌঁছে দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

নতুন করে অবরুদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্কের উপকণ্ঠে জোবার, হাজার, আল আসওয়াদ এবং খান আল শিহ এলাকা।

ব্রায়ান বলেছেন, গত কয়েকদিনের আলেপ্পোর পূর্বাঞ্চলে বোমা হামলায় কয়েকশো বেসামরিক নাগরিক মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। 'বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর কৌশলের' অধিকাংশই গ্রহণ করছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী।

এদিকে সিরিয়ায় দ্রুত বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত, সামান্থা পাওয়ার। তিনি বলেন, রুশ এবং সিরীয় বাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে 'অমানবিক প্রতিবন্ধকতা' তৈরি করে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।






(ওএস/এস/নভেম্বর ২২, ২০১৬)