বুনোফুল

আমি ফুটন্ত গোলাপ হতে পারি নি
আমি এত সুন্দর গন্ধ বিলাতে পারি নি
আমি শোভা পাই নি কারো খোঁপায়।
কিংবা কারো এলোকেশে।
আমি পাই নি ঠাইঁ কারো বাসরে
কিংবা জন্মদিনের আসরে
কারণ আমি জন্ম নেইনি বাগানে
তাই কেন ঠাইঁ হবে সুসজ্জিত সমাজে?
আমায় দেখে ইস কি সুন্দর বলা যায়!
দু,এক কপি ছবিও তোলা যায়।
কিন্তু খোঁপায় দেয়া যায় না।
যত্ন ছাড়া, অবহেলায় জন্ম আমার
আগাছা আমি ভাবে এই জগত সংসার।
শুধু এই ভেবেই শান্তি পাই
কিছু মানুষ এর মধ্যে আমার অস্তিত্ব পাই
যাদেরকে মানুষ শুধু করুনা করে,
করে দয়া, ভাবে তুচ্ছ
ভালোবাসে কিন্তু ঘর বাধঁতে পারে না।
আমার সেখানেই সুখ।
সেখানেই শান্তির কূল,
থাক না সব চাওয়া,
সব পাওয়া আমি যে বুনোফুল।