নিউজ ডেস্ক : বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক পদে নিযুক্ত হয়েছেন শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটন। সোমবার শিশু একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রবিবার এক প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য আনজীর লিটনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন।

আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশ হয় ‘দৈনিক জাহান’ পত্রিকায়। তার প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশ হয় ১৯৯২ সালে। তিনি লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। এছাড়া তিনি রেডিও-টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করছেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, দুধ সাদা রঙ আলোরে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ছড়াসমগ্র-১, ভূতের গলির ভূত প্রভৃতি।

আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০১৬)