আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানি সেনা হামলায় ৩ বিএসএফ জওয়ান নিহতের ঘটনায় 'চরম জবাব' দেয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় সেনা বাহিনী।

মঙ্গলবার ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় ভারতীয় সেনারা সীমান্তের লাইন অব কন্ট্রোলে ভারী গুলিবর্ষণ শুরু করেছে। একযোগে ভারত-পাকিস্তান সীমান্তের পুঞ্চ, রাজৌরি, কেল এবং মাচিলে এ ভারী গুলিবর্ষণ শুরু হয়। খবর এনডিটিভির।

এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাকিস্তানের হামলায় ৩ বিএসএফ জওয়ান নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাক সেনা সদস্যরা নিহত একজনের অঙ্গচ্ছেদ করে চেহারা বিকৃত করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

তিন সপ্তাহ আগে একই এলাকায় অপর সিপাহী মন্দীপ সিংয়ের মাথা কেটে নেয়ার ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক বার্তায় বলা হয়, পাকিস্তানের কাপুরুষোচিত আচরণের যথাযথ জবাব দেয়া হবে। পুরো সীমান্ত জুড়ে এক সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণ তারই ইঙ্গিত।
তবে এসব ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি পাকিস্তান সব সময় অস্বীকার করে আসছে।


(ওএস/এস/নভেম্বর ২৩, ২০১৬)

(ওএস/এস/নভেম্বর ২৩, ২০১৬)