স্টাফ রির্পোটার : রাজধানীর তুরাগ থানার দৌড় ফরমালিন চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় শুক্রবার দিবাগত রাতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে ফল ব্যবসায়ী, গাড়িচালক ও তাদের সহকারীদের।

ফলগুলো পচনশীল হওয়ায় এ সমস্যায় পড়তে হয়েছে তাদের।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল আরিফ রাত ১২টায় চলে যাওয়ার পর শনিবার সকাল সাতটা পযন্ত আটক হওয়া আটটি ফলের গাড়ির কোনো সুরাহা হয়নি। এতে করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা তাদের ফল নিয়ে চরম দুর্ভোগে পড়েন।
(ওএস/এএস/জুন ১৪, ২০১৪)