কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ঘরবাড়ি বিধ্বসত্ম হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের পর থেকে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা ও প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ড, মাঠপাড়া ও বিলগাথুয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রায় ৩ শতাধিক আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বসত্ম হয়েছে।

ঝড়ে প্রায় দেড় হাজার বিঘা জমির ধান, পাট, ভুট্টা, পেঁপে, কলা বাগান ও শতাধিক পানবরজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলার মহিষকুন্ড মাঠপাড়া এলাকায় একটি শতবর্ষী বট গাছ ভেঙ্গে বাড়িঘরের ওপর পড়ে দুটি বাড়ি বিধ্বসত্ম হয়। এতে জাহাঙ্গীর (৪৬), ময়না খাতুন (৩৪), তিতু (২০), লোকমান (৩৫), সাজদুল (৩০), সাইফুল (২৮), লতিব (৩৬) সহ ১৫ জন আহত হন।

ঝড়ের কারণে সেখানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে এবং তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দৌলতপুরের এ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা কখন সম্ভব হবে তা জানাতে পারেনি পলস্নীবিদ্যুৎ সমিতি।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৪)