বাগেরহাট প্রতিনিধি : মিয়ানমারে মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের মল্লিক বাড়ি মোড় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেলরোড় চৌরাস্তার মোড়ে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাও. অধ্যক্ষ রুহুল আমীন, সেক্রেটারী মাও.মাহমুদুল হাসানসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তরা অবিলম্বে মিয়ানমারে মুসলমানদের উপর বর্বর নির্যাতন বন্দের দাবি জানিয়ে সীমান্ত খুলে দেবার জন্য সরকারের কাছে আহবান জানান।

(একে/এএস/নভেম্বর ২৩, ২০১৬)