সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী থেকে শনিবার ভোর ৬টার দিকে  ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছেন জলদস্যুরা। জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে।

জানা যায়, নদীর কচিখালি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, কয়েকদিন আগে জেলেরা সুন্দরবনে মাছ ধরতে যান। শনিবার সকালে তারা সুন্দরবনের মাহমুদা নদীর কানচিখালী এলাকায় মাছ ধরছিলেন। মাছ ধরার সময় জলদস্যু আলিম ও জনাব আলী বাহিনীর সদস্যরা ৩৫ জন জেলেকে অপহরণ করে। পরে তাদের মধ্যে থেকে একটি ট্রলারসহ কালিঞ্চির আলাউদ্দীন, আব্দুল্লাহসহ ৫ জনকে মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে অপহরণকারীরা নিয়ে গেছেন।

তিনি আরো জানান, তাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে জেলেদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে জানান ।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিক জানান, কতজন ছেলেকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।

(ওএস/জেএ/জুন ১৪, ২০১৪)