রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শিবদিঘি যাত্রী ছাউনী মোড়ে আদিবাসি ফোরামের উদ্দোগে বুধবার মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সাথে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল আদিবাসি নিহত হয়, আহত হয় অনেকে।

এ ছাড়াও নাসিরনগরে জ্বালাও পোড়াও মন্দির ভাংচুর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচী পালন করে উপজেলা আদিবাসি ফোরাম। এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমল কুমার রায়, হরিপুর উপজেলা আদিবাসি সভাপতি সনিরাম মুর্মু, উপজেলা আদিবাসি চেয়ারম্যান গোপাল মুর্মু সুগা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গবিন্দ সাহা বাচ্চু, সম্পাদক দিগেন্দ্র নাথ রায়, পুজা উদযাপন পরিষদ সম্পাদক সাধন বসাক, সেলিনা টুডু, প্রসেনজিত দাস মলয়। ২ ঘন্টা ব্যাপী মানব বন্ধনে কয়েক শত মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।

(কেএএস/এএস/নভেম্বর ২৩, ২০১৬)