সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্বাধীনতা বিরোধিদের প্রতি ঘৃণা প্রস্তাব পেশ করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার কওমি মাদরাসাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে জাতীয় পতাকা জাতীয় দিবসেও উত্তোলন করা হয় না বলে অনেক বক্তারা ক্ষোভ প্রতাশ করেন।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয়দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণে আলোচনা করা হয়। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিকগণ ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও ইমামগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, আলী আহমেদ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকৌশলি প্রমুখ।






(এসডিআর/এস/নভেম্বর ২৪, ২০১৬)