স্টাফ রিপোর্টার : বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের আগে নিরপেক্ষ সরকার দরকার।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন` আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নির্বাচন ও নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে এতো কথা বলছি আমরা। অথচ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের আগে দরকার নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

বর্তমান শাসন ব্যবস্থায় রাষ্টপতির কোনো ক্ষমতা নেই মন্তব্য করে তিনি বলেন, এ কারণে তার কাছে কোনো কিছু চেয়েও লাভ নেই। তবে জাতীয় বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার সঙ্গে আলোচনা করা যেতে পারে।

মানবতার দিক দিয়ে বিবেচনায় নিলেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার কথা ভুলে গেলে চলবে না। আমরাও কিন্তু অন্যদেশে আশ্রয় নিয়েছিলাম।

আয়োজক সংগঠনের মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ড. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক এমপি গোলাম মাওলানা রনি, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহহিল মাসুদ প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৬)