রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শুক্রবার দিবাগত রাতে জমি নিয়ে থানায় অভিযোগ করায় ৬৫ বছরের শারিরিক প্রতিবন্ধী মো. আব্দুল খালেককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পৌর শহরের মধুপুর গ্রামের ৫নং ওয়ার্ডের কাজীম ভূইয়া বাড়ীর মৃত আশ্বাদ দেওয়ানের ছেলে।

এঘটনায় শনিবার সকালে ওই বৃদ্ধ তার বাড়ীর প্রতিপক্ষ ফিরোজ আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
বৃদ্ধ আব্দুল খালেক জানান, তার বাড়ীর নিজরে ৩ একর ৯০ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ হাবিবুর রহমানের ছেলে ফিরোজ আলম গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ৪ জুন ওই বৃদ্ধ প্রভাবশালী ফিরোজ আলম, মনি বেগম, মাসুম ও মহসিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের জন্য নির্দেশ দিয়ে আসেন। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে ফিরোজ আলম শ্রকবার রাতে ওই বৃদ্ধের ঘরে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় বাড়ীর লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এঘটনায় বৃদ্ধের প্রতিপক্ষ ফিরোজ আলমসহ তার লোকজন ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।
রায়পুর থানার সহকারী উপ-পরির্দশক সুভাষ পাল জানান, শারিরিক প্রতিবন্ধী মো. আব্দুল খালেককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার ঘটনায় তিনি থানায় পুলিশকে অবহিত করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(এমআরএস/এএস/জুন ১৪, ২০১৪)